নাহ্, বিশ্বব্রহ্মাণ্ড সৌরজগৎ হয়ে পৃথীবি অবধি কেউই তো আমাকে আলাদা করে করেনি!! সৌরমন্ডল কালো, পৃথীবির এপাশ সাদা তো ওপাশ কালো....
.
আমিও কালো!
.
পৃথীবি। উত্যপ্ত পৃথীবির অভিশপ্ত বাতাসের দংশনবিষ এক পশলা বৃষ্টির কাছে ন্যুব্জ, হিমশীতল... বৃষ্টি নামায় মেঘ। আর মেঘের রং কালো......
.
আমিও কালো!
.
মেঘ। মেঘের অমোঘ বর্ষণে কবির মনে দেবদাস ভর করে। সাঁই সাঁই বেগে চলে কবির কলম ।সৃষ্টি হয় রুপকথা, গীতিকাব্য, প্রেমের উপাখ্যান। সেই সাথে সৃষ্টি হয় মজনু, ফরহাদ, রোমিও থেকে শুরু করে এযুগের কিবরিয়া পর্যন্ত অসংখ্য বিরহি চরিত্রের । কবির সে কলম ঠিকরে বেরুনো রক্তের বর্ণ কালো......
.
আমিও কালো!
.
বিরহ। বিরহ বিগ্রহের শুরুটা নিগ্রিহপূর্ন ঘটনা থেকে শুরু হলেও শেষ হয় সুগ্রীবিয় মিলনের মধ্য দিয়ে। বিরহ মানব হৃদয় ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চালনা করে। যা কষ্টকে জয় করবার প্রয়াস যোগায়। বিরহের উত্থান কষ্ট নামক বিভীষিখা কে জয় করার মন্ত্রণা দেয়। বিরহ থেকেই ভালর সৃষ্টি। আর বিরহ মানেই কালো....
.
আমিও কালো
.
বিভীশিখা। বিভীশিখার কথা মনে করলেই বাঙ্গালির স্মৃতিপটে পাকিস্তানীয় অত্যাচারের কথা ভেসে ওঠে। নানা চড়াই উতরাই পার করে অনুষ্ঠানিক ৯ মাসের যুদ্ধে অজস্র মহামানবদের ত্যাগ তিতিক্ষার পরে আসে কাঙ্খিত ১৬ ই ডিসেম্বর। ইতিহাস রচনার সে নতুন সকালের রাত ছিল ২৫ মার্চের বিভীশিখার কালো রাত। আর রাতের রং কালো।
.
আমিও কালো!
.
মহামানব। মহামানবদের নাম নিতে গেলে তাবড় তাবড় মহামানবদের নাম আসে। সে কালের লুথার কিং, ম্যান্ডেলা থেকে ওবামা হয়ে একালের হিরো আলম, Sadikul, মাহফুজুর রহমানরা স্বস্ব মাঠ অায়ত্তে রেখেছিল রেখেছে। লুথার কিং, মাহফুজুর রহমানদের গায়ের রং ও কালো।
.
আমিও কালো।
.
মাঠ। মাঠ মানে ফুটবল মাঠ। ফুটবল মানে পেলে। পেলে মানে আর্জেন্টিনার জন্য ঘোর দুর্দশা আর শোক ! শোকের নিশানা কালো। আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সিও আবার কালো।।
.
Oh! Yesssss.... আমিও কালো..
.
No comments:
Post a Comment