কখনো কখনো নিজেকে অন্তঃসারশূন্য মনে হয়। নির্লপ্ততা থেকে নিজের প্রতি নিজেরই চরমবিরক্তি আবিষ্কার করি। হ্যাঁ যা আমার প্রাপ্য তার চাইতে ব্যাতিক্রম কিছু পাওয়ার আশা করাও বোকামী। কিন্তু ঐ! আমি সত্বার চাইতেও বড় সত্য হলো আমার ভেতরের মানুষ সত্বা। আমার সহজাত প্রবিত্তিই আমাকে সস্তার বাজারে এনে দাঁড় করিয়েছে। নাহ্ , আমি তো কখনোই দামী কিছু ছিলামনা। তোদের সমকক্ষ তো একদমই নই।
.
এখন কেন যেন নিজের সহজাতটাকে পাল্টানোর ইচ্ছা হয়। সময়ের কথায় কর্ণপাত করিনাই, এজন্যই বোধয় পরিস্থিতি এখন আমার উপর চড়াও । অতীত নাকি সবসময়ই সোনালী? সত্যেরও আসল নকল থাকে বোধকরি, নকল সত্যেরর কথা না-ই বলি, আসল সত্য হল আপনি একা, একা এবং একাই।
Post Top Ad
Responsive Ads Here
Tuesday, 3 December 2019
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment