স্বার্থপূরীর কাঠখোট্টা এ শহর বড্ড বেরসিক! এই শহরের বাতাস, পানি, আকাশ কিন্বা ঠায় দাঁড়িয়ে থাকা আকাশচুমম্বী বেমানান দালানগুলি কবির সৃষ্টিশীল মনকে করে রাখে অবদমিত। প্রেমিকের বাঁধাহীন ভাবনার সীমানা যেখানে আছাড়ে পড়ে পাথরের দেয়ালে । যে তল্লাটে মনের গহীনে পুষে রাখা রমণীর লাজুক হাসি হুটোপুটি খায়না
সে তল্লাটে অার যাই থাকুক, "প্রেম থাকেনা"।
.
এ স্বার্থপূরী তোমার-অামার জন্য নয়। চলোনা হারিয়ে যাই ঐ দূরে.... চেনা অাবহের অচেনা কোন অজপাড়াগাঁয়। যেখানটায় অামি আবার নতুন করে নতুন তোমাকে নিয়ে নতুন করে ভাবতে পারবো ♥♥♥♥
No comments:
Post a Comment